প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সহকারী পরিচালকের কার্যালয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
দিনাজপুর ।
Email:dnjfire@yahoo.com
-ঃ সিটিজেন চার্টারঃ-
অগ্নি - দুর্ঘটনা, উদ্ধার ও আহত সেবা ঃ ১। দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার স্টেশন বা নিয়ন্ত্রন কÿÿ দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে । ২। সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার স্টেশনের কর্মীগন সাজ সারঞ্জামাদিসহ দুর্ঘটনা স্থলে গমন করেন । ৩। যে কোন দুর্ঘটনা বা দুর্যোগে নিকটস্থ ফায়ার স্টেশনের নম্বর সংগ্রহ করম্নন । ৪। উলেস্নখিত সেবা পাওয়ার লÿÿ্য দিনাজপুর ফায়ার স্টেশনের টেলিফোন নাম্বার ০৫৩১৬৪২৭৭ এ যোগাযোগ করলে সেবা পাওয়া যাবে । | বহুতল বানিজ্যিক ভবনের ছাড়পত্রঃ ১। অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন ২০০৩ এর ৭ নং ধারা মতে সর্বোচ্চ ৭ তলা ভবনের বা বানিজ্যিক ভবনের অগ্নি নিরাপত্তা মূলক ছাড়পত্র প্রদান করা হয় । ২। স্থানীয় কর্তৃপÿÿর মাধ্যমে বা সরাসরি মহাপরিচালক বরাবর সংশিস্নষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান আবেদন করবেন । ৩। আবেদনের সাথে ভবনের নকশা ও দলিল প্রদান করবেন। ৪। অতঃপর অত্র অধিদপ্তর কর্তৃক মনোনীত পরিদর্শক সাত কর্মদিবসের মধ্যে সংশিস্নষ্ট ভবন পরিদর্শন করবেন । ৫। পরিদর্শনের পর অগ্নি প্রতিরোধ মূলক পরামর্শ প্রদান করা হয় । ৬। পরামর্শ মোতাবেক কার্যকর ব্যাবস্থা গ্রহণ করলে শর্ত সাপেÿÿ পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে ছাড়পত্র প্রদান করা হয় । ৭। পরিদর্শন যুক্তি সংগত কারনে সমেত্মষজনক না হলে ভবন ব্যাবহারের অনুপোযোগী মর্মে মহাপরিচালক ঘোষনা করতে পারেন । ৮। ভবন ব্যাবহারের অনুপোযোগী ঘোষনার কারনে কোন ব্যাক্তি সংÿুদ্ধ হলে তিনি উক্ত রূপ ঘোষনার ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপিল করতে পারবেন । ৯। উক্ত আপীল প্রাপ্তির ষাট দিনের মধ্যে সরকার চুড়ামত্ম সিদ্ধামত্ম গ্রহণ করবেন । এ্যাম্বুলেন্স সার্ভিসএর অক্সিজেন সহ ভাড়ার তালিকা ঃ
অগ্নি প্রতিরোধ মূলক মহড়া, পড়ামর্শ ও প্রশিÿন সেবাঃ ১। উক্ত সেবা গ্রহনের জন্য স্থানীয় কর্তৃপÿ বরাবর আবেদন করতে হয় । ২। আবেদন প্রাপ্তির পর সংশিস্নস্ট প্রতিষ্টানকে অত্র দপ্তর আর্থিক সংশেস্নষ ও অন্যান্য শর্তবলী সহ প্যাকেজ প্রসত্মাব প্রেরন করে । ৩। সংশিস্নস্ট প্রতিষ্টান উক্ত শর্ত পালনে সম্মত হলে অত্র দপ্তরের মনোনীত কর্মকর্তা সংশিস্নষ্ট প্রতিষ্টানের সহিত প্রয়োজনীয় সমন্বয় সাধন পুর্বক নিমণ লিখিত সেবা প্রদান করে থাকে ঃ- ক) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে পরামর্শ প্রদান । খ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে প্রশিÿন প্রদান । গ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে মহড়া পরিচালনা । | ||||||||||||
ফায়ার লাইসেন্স (অগ্নি- দুর্ঘটনা প্রতিরোধ মুলক পরামর্শ সেবা )ঃ ১। জেলা পর্যায়ে সহকারী পরিচালক/উপ সহকারী পরিচালক বরবার ফায়ার সার্ভিসের নির্ধারীত ফরম পুরনপুর্বক নিমেণ বর্নীত কাগজ পত্র সহ আবেদন করতে হবে । ক) ট্রেড লাইসেন্স খ) প্রতিস্টানের নিজস্ব ভবনে ব্যাবসা পরিচালনা করা হলে পৈŠরসভা কর্তৃক প্রতিস্টানের স্থাবর/অস্থাবর সম্পত্তির বার্ষিক মূল্যায়ন পত্র । গ) ভাড়া বাড়িতে ব্যবসা হলে ভাড়ার চুক্তিপত্র । ঘ) পৈŠরসভা কর্তৃক অনুমোদিত স্থাপনার নকশা। ঙ) প্রতিষ্টান টিলিমিটেডকোম্পানি হলে মিমোর্যানডাম অফ আরটিকেলস (সার্টিফিকেট অফ ইন করপশন ) চ) প্রতিষ্টানসংক্রামত্মস্থানীয়জনপ্রতিনিধিকর্তৃকঅনাপত্তি সনদ। ছ) বহুতল ভবন বা বানিজ্যিক ভবন হলে ফায়ার সার্ভিসের ছাড়পত্র । জ) গার্মেন্টস প্রতিষ্টানের ÿÿত্রে ফায়ার সার্ভিসের নির্ধারিত তথ্য বিবরনী । ২। আবেদন প্রাপ্তির০৭কার্যদিবসের অধিদপ্তর কর্তৃক নিয়োজিত পরিদর্শকের মাধ্যমে সংশিস্নষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় । ৩। পরিদর্শনের পর অগ্নি প্রতিরোধ মূলক পরামর্শ প্রদান করা হয় । ৪। পরামর্শ মোতাবেক কার্যকর ব্যাবস্থা গ্রহণ করার পর পুনরায় পরিদর্শন করা হয় । ৫। পরিদর্শন যুক্তিযুক্ত ভাবে সমেত্মাষজনক হলে ৯০ দিনের মধ্যে লাইসেন্স প্রদান করা হয় । ৬। যুক্তিসঙ্গত কারনে লাইসেন্স প্রদানের বিষযে সমত্মস্ট না হলে মহাপরিচালক লাইসেন্সের আবেদন প্রাপ্তি ১২০ দিনেরমধ্যে আবেদন কারীকে শুনানীর সুয়োগ প্রদান করবেন । ৭। মহাপরিচালকের নিকট হতে ÿমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার কোন সিদ্ধামেত্ম কোন ব্যাক্তি বা প্রতিষ্টা সংÿুদ্ধ হলে ৩০ দিনের মধ্যে বিষয়টি পুনঃ বিবেচনার জন্য মহাপরিচালক বরাবর আবেদন করতে হয় । ৮। উক্ত আবেদন প্রাপ্তির ৩০দিনের মধ্যে মহাপরিচালক সিদ্ধামত্ম গ্রহণ করবেন । ৯। উক্ত বিষয়ে মহাপরিচালকের সিদ্ধামেত্ম সংÿুদ্ধ ব্যাক্তি বা প্রতিষ্টান নির্ধারিত ফি প্রদান সাপেÿÿ সরকারের নিকট আপিল করতে পারবেন । ১০। আপিল প্রাপ্তির ষাট দিনের মধ্যে সরকার চুড়ামত্ম সির্দ্ধামত্ম দিবেন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস